র্যান্সমওয়্যার এক ধরনের ম্যালওয়্যার যা মুক্তিপণ না দেওয়া পর্যন্ত আপনার কম্পিউটার বা ফাইল লক করে রাখে।
র্যান্সমওয়্যার আপনার ফাইলগুলিকে লক আপ বা এনক্রিপ্ট করে ফেলে যাতে আপনি সেগুলো আর ব্যবহার বা অ্যাক্সেস করতে না পারেন।এর ফলে আপনার ডিভাইস কাজ নাও করতে পারে। এটি আপনার ডিভাইসগুলোকে অন্যান্য ম্যালওয়ারের মতোই সংক্রমিত করতে পারে।
যেমন:
● অনিরাপদ বা সন্দেহজনক ওয়েবসাইট পরিদর্শন করার ফলে
● অজানা উৎস থেকে পাওয়া লিঙ্ক, ইমেল বা ফাইল খোলার কারনে
● আপনার নেটওয়ার্ক বা ডিভাইসে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা (সার্ভার সহ) থাকলে তা কাজে সহজেই র্যান্সমওয়্যার আক্রমন করতে পারে ।
আক্রমণকারীরা কেন র্যান্সমওয়্যার ব্যবহার করে?
টাকার জন্য।
ক্ষুদ্র ব্যবসাগুলোতে সাধারণত সাইবার সুরক্ষার বাস্তবায়নের ব্যাপারে উদাসীন। তাই এগুলো সাইবার আক্রমনের ঝুঁকিতে থাকে। সাইবার অপরাধীরা এই সু্যোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কাছে থেকে অনেক টাকা হাতিয়ে নেয় ।
কে/কারা র্যান্সমওয়্যার এর শিকার?
ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ী
যারা সাইবার সিকিউরিটি নিয়ে কম সচেতন এবং সাইবার সুরক্ষায় কোনরূপ খরচে ইচ্ছুক না বা খুব অল্প খরচ করে।
র্যান্সমওয়্যার হতে সুরক্ষিত থাকার উপায়ঃ
● নিয়মিত গুরুত্বপূর্ণ ডেটা ,ফাইল ব্যাকআপ করুন।ব্যাক আপ করার পর অবশ্যই কম্পিউটার থেকে এগুলো ডিসকানেক্ট করবেন ।
● স্বয়ংক্রিয়ভাবে আপনার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং অ্যাপ আপডেট করুন ।
● সম্ভব হলে আপনার সফটওয়্যার এবং ডিভাইসগুলোতে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা বহু যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করুন ।
● আপনার ডিভাইস(সার্ভারসহ) এবং নেটওয়ার্ক(রিমোট ডেস্কটপ,ফাইল শেয়ার,ওয়েবমেইল ইত্যাদি)এর মত উন্মুক্ত পরিষেবাগুলো সুরক্ষিত রাখার জন্য সর্বদা অডিট করুন ।
● অজানা উৎস থেকে পাওয়া লিঙ্ক, ইমেল বা ফাইল খোলা থেকে বিরত থাকুন ।
● আপনি যদি সন্দেহজনক কোনকিছু বুঝতে না পারেন বা সমস্যায় পড়েন, তবে একজন আইটি পেশাদারের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করুন।
কখনোই মুক্তিপণ দেবেন না। র্যান্সমওয়্যার আক্রমণের শিকার হলে সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
মুক্তিপণ দিলেই যে আপনার কম্পিউটার এর সমস্ত ডাটা গুলো আপনাকে ফেরত দিবে তার কোন নিশ্চয়তা নেই অর্থাৎ ওই ডাটা গুলো (যেমন ফটো ,ভিডিও, গুরুত্বপূর্ণ ফাইল ,সমস্ত কিছু) ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মুক্তিপণ দেওয়া আবারও একই আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।